ভারতের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার

ভারতের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ফেব্রুয়ারী, ২০২২

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তৈরি করেছে এক সুপার কম্পিউটার। ভারতের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বলা হচ্ছে তাকে। যার সুপারকম্পিউটিং ক্ষমতা ৩.৩ পেটাফ্লপস। প্রতি সেকেন্ডে এই কম্পিউটার ৩.৩ কোয়াড্রিলন অপারেশন পারফর্ম করতে পারে! এই সুপার কম্পিউটারের নকশা বানিয়েছে সেন্টার ফর অ্যাডভান্সড কম্পিউটিং। সফটওয়্যার তৈরি হয়েছে ভারতে। মেশিনে রাখা হয়েছে প্রচুর রকমের প্রোগ্রাম তৈরি করার টুল, লাইব্রেরি। সিস্টেমে রাখা হয়েছে ১৫৬ রকমের হাই-মেমোরি নোডস। পড়াশুনো এবং গবেষণার কাজে এই সুপার কম্পিউটার অত্যাধুনিক বলা হচ্ছে।