ভারতে অব্যাহত হাঙ্গর শিকারের ব্যবসা

ভারতে অব্যাহত হাঙ্গর শিকারের ব্যবসা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ফেব্রুয়ারী, ২০২২

শুকনো হাঙ্গরের পাখনার দারুণ বাজার। বিশ্ব জুড়ে শুকনো হাঙ্গরের চাহিদা প্রবল। তাই হাঙ্গরের সঙ্গে পাখনার দামও পাল্লা দিয়ে বাড়ছে। যে দেশগুলো থেকে অবৈধভাবে হাঙ্গর শিকার করে তার পাখনা বিদেশে পাঠানো হয় তার মধ্যে অন্যতম ভারত। আর ভারতে মুম্বই এই চোরাকারবারির প্রাণকেন্দ্র। আইন তৈরি করে এইকাজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ২০১৫-য়। কিন্তু ছবিটা বদলায়নি। ২০১৮-য় মুম্বই বন্দরেই ধরা পড়েছিল একটি জাহাজ। তার মধ্যে পাওয়া গয়েছিল ৫ হাজার কেজি শুকনো হাঙ্গরের পাখনা! এই চক্রের সন্ধানও পাওয়া গিয়েছিল চেন্নাইয়ে। কিন্তু চেন্নাই অঞ্চলের মৎসজীবীদের কথা অনুযায়ী, অবৈধভাবে হাঙ্গর শিকার করে তার শুকনো পাখনা সংগ্রহ করে এরকম চক্র অন্তত ১০টি রয়েছে। এই মুহুর্তে হাঙ্গরের শুকনো পাখনার সবচেয়ে বেশি চাহিদা হংকং শহরে।