ভারতে আসছে টিউবারকিউলোসিসের টীকা

ভারতে আসছে টিউবারকিউলোসিসের টীকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ এপ্রিল, ২০২২

বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে তৈরি হল মারণ রোগ টিউবারকিউলোসিসের দু’টি টীকা। ভিপিএম১০০২ এবং ইমিউভ্যাক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর)উদ্যোগে টীকা তৈরি করেছে পুণের ন্যাশনাল এডস রিসার্চ ইন্সটিটিউট (নারি)। টীকার দু’টি ট্রায়াল ইতিমধ্যে হয়ে গিয়েছে। ভারতের ৬টি রাজ্যে ১৮টি শহরে, ১৫৯৩ জন মানুষের শরীরে ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে টীকা। আগে থেকে যারা টিউবারকিউলোসিসে আক্রান্ত ছিল এবং নতুনভাবে যারা এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষকরা জানিয়েছেন, ট্রায়াল পর্বে দুটি টীকাই নিজেদের যথেষ্ট কার্যকরী প্রমাণ করেছে। গবেষকরা অপেক্ষা করছেন চুড়ান্ত পর্বের ট্রায়ালের ফলাফলের জন্য। গবেষণার সঙ্গে যুক্ত থাকা অন্যতম বিজ্ঞানী, শীলা বডগোলের ভাষায়, “ট্রায়ালের তৃতীয় ও চুড়ান্ত পর্যায়ে প্রধানত তাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হবে যাদের শরীরে টিউবারকিউলোসিস অনেকদিন বাসা বেঁধেছে এবং যাদের থেকে অন্যদের শরীরে রোগটা সংক্রামিত হওয়ার প্রবল সম্ভাবনা। আমরা অপেক্ষা করছি ট্রায়ালের চুড়ান্ত পর্বের ফলাফলের জন্য।” তৃতীয় পর্যায়ে টীকার প্রয়োগে বিজ্ঞানীরা সফল হলে তাদের আশা, ২০২৫ থেকে দেশে সাধারণ মানুষের কাছে এই টীকা ব্যবহারযোগ্য হবে। নারির এই উদ্যোগে ভারত এডস গবেষণা ও মানুষের মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনার সাক্ষী হওয়ার পথে!