ভারতে ডায়বেটিসে আক্রান্ত বেড়েছে ১৫০ শতাংশ!

ভারতে ডায়বেটিসে আক্রান্ত বেড়েছে ১৫০ শতাংশ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ জুন, ২০২২

দেশের দুশ্চিন্তা কোভিড নিয়ে। আবার কোভিড-১৯ একটু একটু করে বাড়ছে সেই নিয়ে উদ্বিগ্ন দেশের চিকিৎসকমহল, প্রশাসন, গবেষকরা। এই অবস্থার মধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের একটি রিপোর্ট জানাচ্ছে ভারতে গত তিন দশকে টাইপ-১ ডায়বেটিস দেড়শো শতাংশ বেড়ে গিয়েছে! বিশেষত, কোভিড মহামারীর সময়েই ডায়বেটিস রোগীর সংখ্যাবৃদ্ধি হয়েছে। আইসিএমআরের রিপোর্ট জানাচ্ছে ২০ বছরের নীচে থাকা অন্তত ১.১ মিলিয়ন মানুষ এই মুহুর্তে টাইপ-১ ডায়বেটিসে আক্রান্ত। রিপোর্টে আরও বলা হয়েছে শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে থাকা মানুষের শরীরে টাইপ-২ ডায়বেটিস ধরা পড়ছে। এটা উদ্বেগজনক আইসিএমআরের কাছে। তাদের পরামর্শ, মানুষকে তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট ঠিক করার দিকে নজর দিতে হবে।