কয়েকমাস আগেই উত্তর ভারত পুড়ে গিয়েছিল ‘হিটওয়েভে”! আবহাওয়া বিজ্ঞানীরা ভারতে তিনটি নতুন ‘হিটওয়েভ হটস্পট’-এর সন্ধান পেয়েছেন। ভারতের উত্তর-পশ্চিম, মধ্য এবং মধ্য-দক্ষিণ অঞ্চল সেই তিন নতুন হিটওয়েভ হটস্পট। গবেষকরা দেখেছেন সম্প্রতি, এই অঞ্চলগুলো উষ্ণ তাপপ্রবাহের শিকার হয়েছে। বিজ্ঞানীদের মতে এই তীব্র তাপপ্রদাহের ফলে ওই অঞ্চলগুলোর আদিবাসীদের জীবন ভীষণভাবে বিপন্ন হওয়ার মুখে! ওই অঞ্চলগুলোর মানুষের স্বাস্থ্য, অঞ্চলগুলোর কৃষিকাজকর্মের সঙ্গে প্রাকৃতিক ইকো-সিস্টেমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবহাওয়া বিজ্ঞানী আর কে মলের নেতৃত্বে একটি দল, যেখানে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আছেন, হিটওয়েভের নতুন অঞ্চল খুঁজতে গিয়ে দেখছেন, গত সাত দশক ধরে হিটওয়েভের ধারাটা ভারতে রয়েছে! নতুন অঞ্চলের মধ্যে বিজ্ঞানীরা পশ্চিম মধ্য প্রদেশের কথা বলছেন। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকা ছিল এই হিটওয়েভ হটস্পটের তালিকায়। কিন্তু গবেষকদের মতে, পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে উষ্ণ তাপমাত্রা ও তাপপ্রবাহ এখন দক্ষিণ ভারতের মাঝামাঝি অঞ্চলগুলোয় চলে গিয়েছে। প্রসঙ্গত, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই তাকে হিটওয়েভ বলা হয়।