ভালো প্লাস্টিক!

ভালো প্লাস্টিক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মে, ২০২২

প্লাস্টিক পৃথিবীর পক্ষে, পরিবেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক একটি উপাদান। শুধু মাত্র দূ্ষণের জন্য এটি দায়ি, এমনটা নয়, এটির কারণে বন্যা থেকে শুরু করে জলজ প্রাণীর প্রাণ সংশয় সবই হয়। এই সব কথা মাথায় রেখেই একটি নতুন ধরনের প্লাস্টিক তৈরি করেছেন বিজ্ঞানীরা। সেটির নাম দেওয়া হয়েছে PBTL। bicyclic thiolactone–এর দ্বারা কেমিক্যাল ব্লক তৈরি করে এই প্লাস্টিক নির্মাণ করা হয়েছে। এটি সাধারণ প্লাস্টিক মতোই যতবারই ভাঙচুর করে নতুন গড়া হোক না কেন, এর গঠন একই থাকবে। সেই কারণেই এই নতুন প্লাস্টিকের নির্মাণ করা হয়েছে। তবে এটি কতটা মাত্রায় তৈরি করা যাবে, কত বেশি পরিমাণে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যাবে, সেটা এখনও স্পষ্ট নয়।তবে সংস্থার আশা, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক উল্লেখযোগ্য আবিষ্কার হবে। কারণ, একাধিক ব্যবহারের পরেও এটি পরিবেশ বান্ধব হওয়ায় তা মানুষের পরিবেশকে রক্ষা করতে পারবে।এখনও পর্যন্ত সারা পৃথিবীতে প্রতি বছর ৩০০ মিলিয়ন টন প্লাস্টিক তৈরি করা হয়। যার মধ্যে অর্ধেকের বেশি একবার ব্যবহার কে ফেলে দেওয়ার মতো। তাই, একদিন না একদিন প্লাস্টিকের ব্যবহার থেকে সরে আসতে হবেই।