ভিটামিন ডি কি আদৌ হাঁপানির উপশম করতে পারে ?

ভিটামিন ডি কি আদৌ হাঁপানির উপশম করতে পারে ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

আজকের এই দূষিত পরিবেশে হাঁপানি একটা খুব সাধারণ রোগ। হাঁপানি আক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে বহু গবেষণা হয়ে চলেছে। স্বাস্থ্য পরিচর্যা এবং স্বাস্থ্য নীতি সম্বন্ধীয় গবেষণার পদ্ধতিগত পর্যালোচনা Cochrane ডেটাবেস অফ সিস্টেমেটিক রিভিউতে প্রকাশিত হয়। বিশ্বব্যাপী বৈজ্ঞানিক বিশ্লেষণের তথ্যের সম্ভারের মধ্যে এটি অন্যতম। Cochrane রিভিউয়ে এক সদ্য প্রকাশিত নিবন্ধ থেকে জানা গেছে যে ভিটামিন ডির সম্পূরক ওষুধ হাঁপানির আক্রমণ প্রতিরোধ করতে পারে না। প্রাপ্তবয়স্কদের বা শিশুদের হাঁপানির আক্রমণে ভিটামিন ডি সম্পূরক কোনো প্রভাবই ফেলে না যদিও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের জন্য মানুষের শরীরে কোনো ক্ষতি হয়না।
সাত বছর আগে একই গবেষকের দল একটা ভিন্ন ফলাফল প্রকাশিত করেছিলেন যেখানে বলা হয়েছিল ভিটামিন ডি হাঁপানি প্রতিরোধে সাহায্য করে।লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং অনাক্রম্যতা নিয়ে কর্মরত গবেষক ও অধ্যাপক অ্যাড্রিয়ান মার্টিনো বলেন , ২০১৬ সালের কোক্রেন পর্যালোচনায় প্রকাশিত একটা গবেষণা পত্রে বলা হয়েছিল যে শরীরে ভিটামিন ডির ঘাটতি গুরুতর হাঁপানির আক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে এবং শরীরে ভিটামিন ডি স্বাভাবিক মাত্রায় থাকলে হাঁপানির ঝুঁকি অনেকাংশে কমে যায়। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ের উপর আরও গবেষণা হয়েছে কিন্তু পর্যালোচনাতে নতুন তথ্য অন্তর্ভুক্ত হওয়ায় সামগ্রিক ফলাফল পরিবর্তিত হয়ে যায়।কুড়িটা ট্রায়ালে সর্বমোট ২২২৫ জন ব্যক্তির ( যার মধ্যে ১১৫৫ জন শিশু ও ১০৭০ জন প্রাপ্তবয়স্ক) উপর পরীক্ষা করে দেখা গেছে যে ভিটামিন ডি সম্পূরকগুলো হাঁপানি আক্রমণের ঝুঁকি বা হাঁপানির উপসর্গ নিয়ন্ত্রণে কোন প্রভাব ফেলতে সক্ষম হয়নি।