ভ্যাম্পায়ার! একটি কঙ্কাল খুঁজে পেয়ে গবেষকরা একেবারে থ! কেন?

ভ্যাম্পায়ার! একটি কঙ্কাল খুঁজে পেয়ে গবেষকরা একেবারে থ! কেন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ সেপ্টেম্বর, ২০২২

পোল্যান্ডের পিয়েন গ্রাম। সেখানেই প্রত্নতত্ত্ববিদের একটা দল খুঁজে পেয়েছেন এক মহিলার কঙ্কাল। পায়ে তেকোনা কুলুপ আর গলায় ঝোলানো কাস্তে। তিনি নাকি ভ্যাম্পায়ার ছিলেন। তোরানের নিকলাস কোপার্নিকাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দারিয়ুস পোলিন্সকি ও তাঁর গবেষক দল কিন্তু এই আবিষ্কারের বিস্ময়ে হতবাক। কঙ্কালের মাথায় ছিল সোনা বা রুপোর সুতোয় বোনা সিল্কের পোশাক।

সপ্তদশ শতকে পোল্যান্ডে ভ্যাম্পায়ার বিরোধী কুসংস্কার মাথাচাড়া দিয়েছিল ভালোরকমই। এক বাদুড় মহামারিকে কেন্দ্র করে। যদি মনে হত কোনও মানুষকে রক্তচোষা বাদুড়ে ধরেছে, নানান ভ্রান্ত আচার পালন করার হিড়িক ছিল। সে ব্যক্তির গলায় ধারালো কোনও অস্ত্র ঝুলিয়ে দেওয়া হত যাতে সে মাথা তুলতে না পারে। বিশেষজ্ঞরা পোল্যান্ডের পিয়েন ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক গোরস্থানে সরেজমিনে তদন্ত চালাতে চাইছেন।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রোফেসর পোলিন্সকি বলছেন, এই আবিষ্কার ওনাকে বাকরুদ্ধ করে দিয়েছে। অখণ্ড বিস্ময়, এমনটাই মত ওনার।