মঙ্গলের উল্কাখণ্ড নিয়ে গবেষণা

মঙ্গলের উল্কাখণ্ড নিয়ে গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ মে, ২০২২

সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মঙ্গলে পাওয়া একটি উল্কাখণ্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা উল্কাখণ্ডটি ১.৩ মিলিয়ন বছরের পুরনো। গবেষকরা জানিয়েছেন, উল্কাপিণ্ডটির সঙ্গে জলের সংস্পর্শ খুব কমই হয়েছিল। গবেষকদের মতে উল্কাপিণ্ডটি যে সময়ের তাতে সেই সময় মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব। জানা গিয়েছে মঙ্গলে পাওয়া এই উল্কাখণ্ড পরীক্ষা করার জন্য গবেষকরা নিউট্রন এবং এক্স-রে টোমোগ্রাফি-র ব্যবহার করেছেন। এই একই পদ্ধতিতে নাসার পারসেভারেন্সে রোভারে আসা মঙ্গল থেকে সংগৃহীত নমুনারও পরীক্ষা হবে। এই পদ্ধতিতে পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না জানার জন্য। গবেষকদের মতে ১.৩ মিলিয়ন বছরের পুরনো উল্কাখণ্ডের খুব অল্প অংশ জলের সংস্পর্শে এসেছিল। যে কারণে গবেষকদেরর মনে হয়েছে সেই সময়ে মঙ্গল মানুষের বসবাস করার মত অনূকুল ছিল না।