মঙ্গলে কার্বনের সন্ধান

মঙ্গলে কার্বনের সন্ধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জানুয়ারী, ২০২২

মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA) জানিয়েছে, তাদের কিউরিওসিটি রোভার (Curiosity Rover) মঙ্গলগ্রহে Gale ক্র্যাটারে প্রাণের সন্ধান করছিল। আর সেখানেই আকর্ষণীয় কার্বনের সন্ধান পেয়েছে নাসার কিউরিওসিটি রো রোভার। যদিও এই কার্বনের সন্ধান পাওয়া মানেই কিন্তু মঙ্গলগ্রহে (Mars) প্রাণের সন্ধান পাওয়া নয়। তবে এই কার্বনের (Carbon) সন্ধান পাওয়ার পর এটুকু বোঝা গিয়েছে যে লালগ্রহে (Red Planet) প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলগ্রহ থেকে পাউডার রক স্যাম্পেল সংগ্রহ করেছে। এই নমুনা পরীক্ষা নিরীক্ষা করার পর বিজ্ঞানীরা দেখেছেন যে বেশ কিছু নমুনার মধ্যে একটি বিশেষ ধরনের কার্বন সঞ্চিত রয়েছে। বেশ ভাল পরিমাণেই এইসব রক স্যাম্পেলের মধ্যে রয়েছে কার্বন, যা পৃথিবীর জৈবিক প্রক্রিয়ার কাজের সঙ্গে জড়িত। পৃথিবীর গঠনের ক্ষেত্রে কার্বন একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর পাশাপাশি বিজ্ঞানীরা বলেছেন যে এই কার্বন মঙ্গলগ্রহের পরিবেশ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করতে পারে।