মঙ্গলে ছিল জল : সম্ভবনা উস্কে এবার দাবি চীনা রোভারের

মঙ্গলে ছিল জল : সম্ভবনা উস্কে এবার দাবি চীনা রোভারের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ মে, ২০২২

এবার চীনা মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’- এর রোভার ঝুরং মঙ্গলপৃষ্ঠের নমুনা সংগ্রহ করে জানালো মঙ্গলের বুকে জল ছিল একসময়। এবং সেটাও খুব অতীত কালে নয়, যতটা এতদিন ভাবা হয়ে আসছে। অবশ্য একথাও ঠিক যে আগে নাসার রোভার পারসিভিয়ারেন্স সংগৃহীত পাথরের নমুনা থেকে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মঙ্গলে জলের অস্তিত্বের। পাথরের খাঁজ বেয়েই জল বয়ে যাওয়ার সম্ভিবনার কথা বলা হয়েছিল তখন। এবং এবার চীনা রোভার। তবে এসবই সম্ভবনার কথা। কিন্তু সম্ভবনা যে জোরালো হলো চীনা রোভারের সন্ধানের ফলে, সেকথা বলার অপেক্ষা রাখে না। চীনা রোভার ঝুরং মঙ্গলপৃষ্ঠ থেকে সংগ্রহ করেছে হাইড্রেটেড মিনারেল বা জলযুক্ত খনিজ। চীনা জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন মোটামুটি ৩০০ কোটি বছর আগে হয়তো জলের অস্তিত্ব ছিল মঙ্গলে। গত ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছিল চীনা মহাকাশযান তাইওয়ান-১। তারপর রোভার মঙ্গলপৃষ্ঠে নেমে নমুনা সংগ্রহ করতে করতেই এই হাইড্রেটেড মিনারেল এর সন্ধান পায়। উল্লেখ্য এসংক্রান্ত গবেষণাপত্রটি ‘সায়েন্স অ্যাডভান্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।