মঙ্গলে জলের অস্তিত্ব আছে জানাল চিনের রোভার

মঙ্গলে জলের অস্তিত্ব আছে জানাল চিনের রোভার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মে, ২০২২

বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বহুদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন জানতে যে মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না। বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে অবশ্যই রয়েছে চিন। চিনের রোবটিক রোভার জানিয়েছে মঙ্গলের পৃষ্ঠদেশে তারা হাইড্রেটিক মিনারেলের সন্ধান পেয়েছে। মঙ্গলে একটি বিস্তৃত অববাহিকার অংশে এই হাইড্রেটিক মিনারেল বা জলযুক্ত খনিজের সন্ধান পাওয়ার পর চিনা বিজ্ঞানীদের ওই অববাহিকা অঞ্চলটি বিশ্লেষণ করে মনে হয়েছে অঞ্চলটি একসময় সমুদ্রের অংশ ছিল। আর ওই অববাহিকায় জলযুক্ত খনিজ পাওয়ার পর বিজ্ঞানীদের অনুমান মঙ্গলের পৃষ্ঠদেশে জলের অস্তিত্ব ছিল। এই অনুমান আগও করা হয়েছিল। কিন্তু সেই সময় জলের পরিমাণ সম্পর্কে যা অনুমান করা হয়েছিল তার চেয়ে জলের পরিমাণ মঙ্গলে বেশি ছিল বলে চীনা বিজ্ঞানীদের ধারণা।
চিনের রোবটিক রোভারের নাম ঝুরং। সেই রোভারের পাঠানো তথ্যের পর্যবেক্ষণের পরই চিনা বিজ্ঞানীদের এই অনুমান। সায়েন্স অ্যাডভান্স নামের আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত এই গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, খনিজের নমুনা প্রায় ৭০০ মিলিয়ন বছরের পুরনো। বিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন তিন বিলিয়ন বছর আগেও মঙ্গলগ্রহ আর্দ্র ছিল। তখন মঙ্গলে শেষ হয়েছে দ্বিতীয় জিওলজিক্যাল এজ। যাকে বলা হয় হেসপেরিয়ান ইপো। এখন মঙ্গলে চলছে আমাজনিয়ান পর্যায়। এই সময়ে মঙ্গলে কিন্তু জলের হদিশ পাওয়া যায়নি। জানা গিয়েছে মঙ্গল থেকে চিনের পাঠানো রোভার ঝুরং যে নমুনা পর্যবেক্ষণ করেছে সেটি আসলে একটি মাটির ডেলা যার গায়ে লেগে রয়েছে অনেক খনিজ পদার্থ। যে শক্ত নমুনাটিকে ঝুরং রোভার পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করেছে সেটি-র সৃষ্টি হয়েছে মঙ্গলের ভেতর থেকে উঠে আসা জল অথবা গলে যাওয়া বরফ থেকে। এখনও বাষ্পীভূত হচ্ছে এই নমুনা জানা গিয়েছে প্রকাশিত গবেষণাপত্র থেকে।