মঙ্গলে দু’দিন বন্ধ ছিল রোভার আর ইনজেনুইনিটির সংযোগ

মঙ্গলে দু’দিন বন্ধ ছিল রোভার আর ইনজেনুইনিটির সংযোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ মে, ২০২২

বিজ্ঞানীদের কাছে মঙ্গলের মত ভিন গ্রহে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ইনজেনুইনিটি হেলিকপ্টার। তাকে মঙ্গলের পৃষ্ঠে ছেড়ে দিয়েছে মঙ্গলেই থাকা নাসার মহাকাশযান পারসেভারেন্স রোভার। গত একবছর ধরে হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে মঙ্গলের পৃষ্ঠে। নাসার কাছ থেকে পাওয়া নির্দেশ রোভার তার হেলিকপ্টারকে দেয়। সেই অনু্যায়ী ইনজেনুইনিটি হেলিকপ্টার মঙ্গলের পৃষ্ঠে ঘুরে তথ্য প্রথমবার এই দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল ৩ মে। পুরো দু’দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কারণ হিসেবে হেলিকপ্টারের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, মঙ্গলের তাপমাত্রার হঠাৎ কমে যাওয়া এবং একইসঙ্গে গ্রহপৃষ্ঠের ধূলিঝড়। মঙ্গলে শীত আসছে। তার আগে এখন ইনজেনুইনিটির ইঞ্জিনিয়ারদের ব্যস্ততা তৈরি হয়েছে হেলিকপ্টারের ব্যাটারিকে মঙ্গলের প্রবল ঠাণ্ডাতেও তৈরি রাখা। যাতে শীতে হেলিকপ্টারের ব্যাটারি বসে না যায় আর আবার যোগাযোগ নষ্ট না হয়ে যায়।