মঙ্গলে পাথরের নমুনা পৃথিবীতে পৌঁছবে ২০৩৩-এ

মঙ্গলে পাথরের নমুনা পৃথিবীতে পৌঁছবে ২০৩৩-এ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ এপ্রিল, ২০২২

মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না জানতে খুঁজে বেড়াচ্ছে নাসার মহাকাশযান পারসেভারেন্স রোভার। সেই অণ্বেষণে রোভার মঙ্গলের পৃষ্ঠদেশ থেকে পাথরের নমুনাও সংগ্রহ করছে। প্রথমে নাসার তরফে জানানো হয়েছিল পাথরের নমুনা পৃথিবীতে পৌঁছবে ২০২৬ থেকে ২০৩১-এর মধ্যে। সময়টা দু’বছর পিছিয়ে দিল নাসা। জানানো হয়েছে, মঙ্গলের পাথর রোভারের হাত ধরে পৃথিবীতে পৌঁছবে ২০৩৩-এ। কারণ স্বরূপ বলা হয়েছে, রোভারের যে ল্যান্ডারে পাথরের নমুনাটি পাঠানো হবে তার সঙ্গে অতিরিক্ত একটি ল্যান্ডারও পৃথিবীতে আসবে। সেই কারণে সময়টা পিছিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত মঙ্গল গ্রহ থেকে যে কয়েকটি পাথর সংগ্রহ করেছে রোভার সেগুলো এক একটি ৪৫ কিলোমিটার চওড়া এবং প্রত্যেকটি পাথরই মঙ্গলের জ্যাজেরো গহ্ববর থেকে তুলেছে পারসেভারেন্স রোভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =