মঙ্গলে বছর পার

মঙ্গলে বছর পার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ ফেব্রুয়ারী, ২০২২

মঙ্গলে এক বছর কাটিয়ে ফেলেছে নাসার মার্স রোভার পারসিভের‍্যান্স। লালগ্রহের রুক্ষ পাথুরে পৃষ্ঠদেশের উপর বিগত একবছর ধরে সফলভাবেই টিকে রয়েছে সে। আর আপাতত তাই চলছে উদযাপন। প্রায় ১০২৫ কিলোগ্রাম ওজনের এই রোভার ইতিমধ্যেই মঙ্গলগ্রহের বুকে অসংখ্য মাইলস্টোন পার করে নতুন নতুন রেকর্ড গড়েছে। সম্প্রতি মঙ্গলগ্রহের উপর সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করার রেকর্ড করেছে নাসার মার্স রোভার পারসিভের‍্যান্স। গত বছর অর্থাৎ ২০২১ সালে মঙ্গলের বুকে অবতরণ করেছিল নাসার এই রোভার। ১৮ ফেব্রুয়ারি লালগ্রহের মাটি ছুঁয়েছিল মার্স রোভার পারসিভের‍্যান্স। এর মধ্যেই রক স্যাম্পেল সংগ্রহ করেছে এই রোভার। তবে আগামী দিনে আরও বেশি সংখ্যক নমুনা সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্স রোভার পারসিভের‍্যান্স। সেই সঙ্গে নতুন অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে এই রোভারের। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন অভিমান স্থলে বহু লক্ষ-কোটি বছর আগে একটি হ্রদ ছিল। গত একবছরে মোট ৬টি রক স্যাম্পেল সংগ্রহ করেছে নাসার ওই মহাকাশ যান।