মঙ্গলে সুর্যগ্রহণের ছবি নাসার রোভারের

মঙ্গলে সুর্যগ্রহণের ছবি নাসার রোভারের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ এপ্রিল, ২০২২

মঙ্গলে থাকা নাসার পারসেভারেন্স রোভার লালগ্রহের সুর্যগ্রহণের ছবি তুলেছে। সেই ছবি দেখে উচ্ছ্বসিত জ্যোর্তিবিজ্ঞানীরা। এসইউভি সাইজের রোভারে থাকা ক্যামেরায় লেন্সবন্দী হয়েছে সুর্যগ্রহণ। আলুর মত আকারের চাঁদ এগোচ্ছিল মঙ্গলের দিকে সেই সময়ের বিরল মুহুর্তের ছবি তোলা হয়েছে রোভারের ক্যামেরায়। বিজ্ঞানীরা জানিয়েছেন তাদের এই পর্যবেক্ষণ চাঁদের কক্ষপথ ও চাঁদের আকর্ষণ বল মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে। নাসার তরফে জানানো হয়েছে, সুর্যগ্রহণ স্থায়ী ছিল ৪০ সেকেন্ডের একটু বেশি সময়। যা সাধারণ সুর্যগ্রহণের চেয়ে অনেকটা সময়।