মঙ্গলে সূর্যোদয়, নাসার ছবিতে রোমাঞ্চ

মঙ্গলে সূর্যোদয়, নাসার ছবিতে রোমাঞ্চ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ এপ্রিল, ২০২২

মঙ্গলে কি ভিনগ্রহের প্রাণীর পায়ের ছাপ? সেরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে নাসা। তাতেই রোমাঞ্চ বিজ্ঞানীদের মধ্যে এবং নেটিজেনদের মধ্যেও। ছবিটি তুলেছে নাসার ইনসাইট ল্যান্ডারের মার্স রিকনেসান্স অরবিটার। ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটি আসলে মঙ্গলের ভূপৃষ্ঠের একটি গোলাকার গর্ত। গোল কিন্তু একটু বাঁকাচোরা। তারচেয়েও তাৎপর্যপূর্ণ, গর্তটির ভেতর অসংখ্য পায়ের আঙুলের মতো রেখা রয়েছে। যদিও সেই হলুদ দাগের সঙ্গে মানুষের পায়ের আঙুলের কোনও মিল নেই তাও এই ছবি নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। নাসাও ছবিটির ক্যাপশনে লিখেছে, মঙ্গলগ্রহের একটি গর্তকে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলে নাসার ইনসাইট ল্যান্ডারের ৬৮৭ দিন, মানে এক বছর পূর্ণ হয়ে গেল। মঙ্গল নিয়ে গবেষণামূলক কাজ শেষ করার পর ইনসাইট ল্যান্ডার মঙ্গলে সুর্যোদয়ের এক বিস্ময়কর ছবি তুলেছে। ইনসাইট হল নাসার প্রথম অভিযান যার মাধ্যমে মঙ্গলগ্রহের আভ্যন্তরীণ অংশ কীরকম সেই সম্পর্কে জানা যাবে।