মঙ্গল গ্রহে গত আট বছর ধরে অভিযান চালাচ্ছে চিন আর আমেরিকা। মঙ্গলে প্রাণ আছে কি না, ভবিষ্যতে সেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব কি না সেগুলো দেখাই এই অভিযানগুলোর মূল উদ্দেশ্য। চিন, আমেরিকার মহাকাশচারীরা মঙ্গলে গিয়ে ইতিমধ্যে সালফেটের সন্ধান পেয়েছেন। এবার আসরে নামল জাপানও। তারা মঙ্গল গ্রহ থেকে মাটি আনতে চায়। পরীক্ষা করে দেখতে চায় ওখানে কোনওদিন প্রাণের অস্তিত্ব ছিল কি না। তারা এ-ও জানতে চায় গ্রহটির উৎস, কীভাবে তার জন্ম হল ইত্যাদি। জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থা জাক্সা জানিয়েছে ২০২৪-এ তারা মঙ্গল অভিযানে যাবে। ২০২৯-এর মধ্যে পৃথিবীতে ফিরবে মঙ্গলের মাটি নিয়ে। নাসার যে মহাকাশযান প্রেরিত যন্ত্রগাড়িটি এখন মঙ্গলে রয়েছে, তার ৩১টি মাটির স্যাম্পল নিয়ে ফেরার কথা ২০৩১-এ। চিনও গত মে মাসে মঙ্গলে মহাকাশযান নামিয়েছে। কিন্তু তারও দেশে ফিরতে ২০৩০ হয়ে যাবে। জাপান চাইছে মঙ্গলের উপগ্রহ ফোবোসের ওপর থেকে ০.১ শতাংশ মাটি আনতে। ফোবোসে রয়েছে একটি মিশ্রণ, মঙ্গল আর তার চাঁদের মাটি। জাপানের মহাকাশবিজ্ঞানী তোমোহিরো উশুই জানিয়েছেন, ফোবোসের বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল আনতে পারলে ভবিষ্যতে বিজ্ঞানীদের সুবিধে হবে জানতে যে, মঙ্গলে কোনওদিন কোনও প্রাণের অস্তিত্ব ছিল কি না।