মদ না খেয়েই মদ্যপ!

মদ না খেয়েই মদ্যপ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ডিসেম্বর, ২০২১

অ্যাডাম স্টাম্প- ৩৭বছরের মার্কিন নাগরিক। সম্প্রতি খবরে এসেছেন এক বিরল রোগে আক্রান্ত হয়ে। রোগটা অদ্ভুত। স্টাম্প যাই খেতেন পাকস্থলীতে গিয়ে অ্যালকোহলে পরিণত হতো। নেশায় চুর হয়ে যেতেন স্টাম্প। প্রথমে স্ত্রী জানা স্টাম্প ভাবছিলেন স্বামী প্রতিদিন মদপ্য হয়ে ফিরছেন। কলহ বাড়ছিল। শেষ পর্যন্ত এক দিন সারাদিন একসাথে কাটাতেই চমক লাগে। মদ না খেয়েই মদপ্য হয়ে যাচ্ছেন অ্যাডাম। চিকিৎসকের স্মরণাপন্ন হতে হয় স্টাম্প দম্পতিকে। স্বাভাবিক ভাবেই চিকিৎসকের চোখ কপালে ওঠার জোগাড়। শেষ পর্যন্ত চিকিৎসক দীর্ঘ পরীক্ষা চালিয়ে জানান এ অসুখের নাম- ‘অটো ব্রিউয়ারি সিনড্রোম’। এই রোগে শরীরে শর্করার বিপাকে আপনা আপনিই অ্যালকোহল উৎপন্ন হয়। রোগের সিম্পটমের মধ্যে রয়েছে- জ্ঞান হারানো, কথা বলতে না পারা, আক্রমণাত্মক হয়ে ওঠে।
তবে আশার কথা চিকিৎসায় সাড়া দিয়ে অনেকটাই সুস্থ হয়েছেন স্টাম্প। তবে যেহেতু স্টাম্পের শরীরে শর্করাই বিপাক ক্রিয়ায় অ্যালকোহল হয়ে ওঠে তাই শর্করা সম্পূর্ণ নিশিদ্ধ স্টাম্পের। তবে নানা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে।