মধু থেকে তৈরি হচ্ছে কম্পিউটার চিপ!

মধু থেকে তৈরি হচ্ছে কম্পিউটার চিপ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ এপ্রিল, ২০২২

সম্প্রতি প্রকাশিত এক গবেষণা থেকে জানা গিয়েছে, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা একটি ‘গেম চেঞ্জিং’ প্রযুক্তির সহায়তায় পরিবেশ-বান্ধব, অথচ স্থিতিশীল বস্তু তৈরি করার কথা ভেবেছেন। তারই প্রতিফলনে বিজ্ঞানীরা জানিয়েছেন এবার মধু থেকে তারা তৈরি করবেন কম্পিউটার চিপ। এই চিপ ট্রান্সজিস্টারের মত কাজ করবে। এর সহায়তায় ডেটা প্রসেসিংয়ের পাশাপাশি ডেটা স্টোরেজের কাজও করা যাবে। বিজ্ঞানীরা চিপটির নাম দিয়েছেন মেমরিস্টর। গবেষণার সঙ্গে যুক্ত থাকা অন্যতম বিজ্ঞানী ফেং ঝাও জানিয়েছেন, চিপটি আসলে একটি ছোট্ট ডিভাইস। তবে এর কার্যকারিতার সঙ্গে হিউম্যান নিউরোনের সঙ্গে মিল রয়েছে। তাই বাস্তবায়িত হলে এই ডিভাইস ভবিষ্যতে মানুষের মস্তিষ্কের মত কাজ করবে এবং সেই কাজ দ্রুত গতি আর অনেক কম শক্তি খরচের বিনিময়ে করা যাবে।