মধ্যপ্রদেশে ডায়নোসরের ‘বিরল’ জীবাশ্ম উদ্ধার

মধ্যপ্রদেশে ডায়নোসরের ‘বিরল’ জীবাশ্ম উদ্ধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ জুন, ২০২২

মধ্যপ্রদেশের ধর জেলায় ডায়নোসরদের ‘ফসিল পার্ক’ নামে অঞ্চলই তৈরি হয়ে গিয়েছে। সেখানে সম্প্রতি উদ্ধার বিরল জাতীয় ডায়নোসরের ডিমের জীবাশ্ম! একটির মধ্যে আর একটি! যা সাধারণত পাখির ক্ষেত্রে দেখা যায়। ডিমের জীবাশ্মগুলি টাইটানোসর প্রজাতির ডায়নোসরের। সরোপড ডাইনোসরদেরই প্রজাতি। প্রত্নতাত্ত্বিকরা ও গবেষকরা মোট ৫২টি বাসার জীবাশ্ম খুঁজে পেয়েছেন। তার মধ্যে একটি বাসায় পাওয়া গিয়েছে ১০টি ডিম। একটির মধ্যে একটি! এই বিরল আবিষ্কারে বিজ্ঞানীদের মনে হচ্ছে ডাইনোসরদের প্রজননতন্ত্রও ব্রিডিং সিস্টেম পাখিদের মতই ছিল। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন ক্রেটাশাস যুগে যে অঞ্চলকে এখনকার মধ্য ভারত বলা হয়, সেখানকার ল্যামেটা ফর্মেশনের জন্য এই অঞ্চলে ডায়নোসরদের জীবাশ্ম প্রচুর পরিমাণে উদ্ধার হয়ে আসছে। তবে সাম্প্রতিক এই আবিষ্কার প্রথম হল যেখানে ডিমের মধ্যে ডিম-সহ জীবাশ্ম পাওয়া গেল।