ময়ূরপুচ্ছে লেজার আলো

ময়ূরপুচ্ছে লেজার আলো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ অক্টোবর, ২০২৫

ময়ূরপুচ্ছে লেজার আলো

ময়ূরের পালক শুধু তার মনোমুগ্ধকর রং ও ঝলমলে আভার কারণেই অনন্য নয়। সাম্প্রতিক গবেষণা বলছে এগুলি লেজার আলোও ছড়াতে সক্ষম। সাধারণ রঞ্জক দিয়ে প্রক্রিয়াজাত করার পর সবুজ আলোর স্পন্দন দিয়ে উদ্দীপিত করলে, এই পালক থেকে নির্গত হয় দুটি স্পষ্ট আলোকরেখা। বিজ্ঞানীরা বলছেন, এ নিছক ঝলকানি নয়, এ প্রকৃত লেজার বিকিরণের প্রমাণ। পরীক্ষায় ব্যবহৃত হয় রোডামিন-৬জি নামের একটি রঞ্জক। পালককে একাধিকবার ভিজিয়ে শুকিযে নেওয়ার পর সবুজ আলোকরশ্মি (৫৩২ ন্যানোমিটার) ফেলতেই শুরু হয় লেজার নির্গমন। সবচেয়ে শক্তিশালী সঙ্কেত ধরা পড়ে চোখের দাগের মতো সবুজ অংশটিতে, যদিও বাদামী ও হলুদ অঞ্চল থেকেও একই তরঙ্গদৈর্ঘ্যের আলো শনাক্ত হয়েছে। ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ন্যাথান জে. ডসনের ভাষায়, “মানুষ যেসব সফল প্রযুক্তি তৈরি করছে, প্রকৃতির ভেতর সেসবের ছাপ বহু আগেই বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে।” গবেষকরা ব্যাখ্যা করেছেন, ময়ূরের পালকের রঙ কেবল রঞ্জক থেকেই নয়, তার ভেতরের বিশেষ ন্যানো-গঠন থেকেও আসে। পালকের প্রতিটি সূক্ষ্ম কাঁটার মতো ঝালরের (বার্বিউল) ভেতরে মেলানিন রড ও কেরাটিন মিলে তৈরি করে এক ধরনের আলো-কণার কেলাস যা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করে রঙ তৈরি করে। এই প্রাকৃতিক নকশাই লেজার বিকিরণের প্রতিফলন কাঠামো হিসেবে কাজ করছে। পরিমাপ অনুযায়ী, বাদামী অঞ্চলে লেজার নির্গমনের জন্য প্রয়োজন প্রায় ৩৮০ মাইক্রোজুল/মিমি², আর হলুদ অঞ্চলে প্রায় ২৯০ মাইক্রোজুল/মিমি² শক্তি। সবুজ অঞ্চল থেকেই ধরা পড়েছে সবচেয়ে তীব্র সংকেত। মানব কোষকলা সহ অনেক জৈব পদার্থে দেখা যায় র‌্যান্ডম লেজার, যেখানে আলো ছড়ায় এলোমেলো প্রতিফলনে। কিন্তু ময়ূরের পালকের একাধিক অঞ্চল ও আলাদা নমুনায়ও একই তরঙ্গদৈর্ঘ্যের পুনরাবৃত্তি ঘটেছে। বিজ্ঞানীরা মনে করছেন, পালকের ভেতরে থাকা সূক্ষ্ম, পুনরাবৃত্ত কাঠামোই এখানে অনুনাদক হিসেবে কাজ করছে। এই আবিষ্কার শুধু এক অভিনব জৈব-লেজারের উদাহরণ নয়, এটি জীববস্তুর গভীরে লুকানো ন্যানো-গঠন শনাক্তের এক নতুন উপায়ও বটে। ভবিষ্যতে এটি জীবন্ত কোষকলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেন্সর বা ইমেজিং প্রযুক্তি তৈরির কাজে বিপ্লব ঘটাতে পারে, যেখানে খুব সামান্য শক্তি ব্যবহার করেই পাওয়া যাবে সুনির্দিষ্ট তথ্য।

সূত্র : Spectral fingerprint of laser emission from rhodamine 6g infused male Indian Peafowl tail feathers by Anthony Fiorito , Scientific Reports (Published: 01 July 2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =