মহর্ষি সুশ্রুতকে নিয়ে গবেষণা করবে এইমস

মহর্ষি সুশ্রুতকে নিয়ে গবেষণা করবে এইমস

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৭ জুলাই, ২০২২

ভারতীয় ওষুধের তথা প্লাস্টিক সার্জারির জনক মহর্ষি সুশ্রুত-এর অনুশীলন নিয়ে গবেষণা করতে চলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। যা এখনও পর্যন্ত আয়ুর্বেদের প্রাচীনতম চিকিত্সায ব্যবস্থাগুলির মধ্যে একটি বলে বিবেচিত। বিশেষজ্ঞদের অনুমান, সুশ্রুত সংহিতা গ্রন্থটি রচিত হয়েছিল প্রায় ৩,০০০ বছর আগে অর্থাৎ ৬০০ খ্রিস্টপূর্বাব্দের আগে। দিল্লির এইমসের প্লাস্টিক সার্জারি বিভাগ সুশ্রুতের প্রাচীনতম অস্ত্রোপচারের গবেষণামূলক অধ্যয়ন করতে চলেছে। এইমস কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগকে এই গবেষণার জন্য অনুদান চেয়ে অনুরোধ জানায়।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, সুশ্রুত সংহিতার ১৮৪টি অধ্যায় রয়েছে। এর মধ্যে ১১২০টি রোগের লক্ষণ ও অস্ত্রোপচারের কথা বলা হয়েছে। অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত ৭০০ জাতের উদ্ভিদের শনাক্তকরণ এবং বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। ভাঙা হাড়ের ১২ প্রকারের ফাটল এবং ৭ প্রকারের হাড় ও জয়েন্টের স্থানচ্যুতি সুশ্রুত সংহিতায় বর্ণিত হয়েছে। এই তথ্যগুলি লেখা হয়েছিল যখন কোনও এক্স-রে এবং আল্ট্রা সাউন্ড বা স্ক্যান ছিল না। সুতরাং আজকের উন্নত বিজ্ঞানের সঙ্গে এইমস-এর বিশেষজ্ঞরা সবচেয়ে প্রাচীন চিকিত্সান ব্যবস্থা তুলনামূলক অধ্যয়ন করতে চান। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের একাংশও মনে করেন, বিশ্বের প্রথম প্লাস্টিক সার্জারি আজ থেকে আড়াই হাজার বছর আগে মহর্ষি সুশ্রুত করেছিলেন কাশীতে। আধুনিক অস্ত্রোপচারের সূচনা প্রায় ৪০০ বছর আগে বলে মনে করা হয়।