মহাকাশযানের পরিত্যক্ত জাঙ্ক পরিষ্কারের পদ্ধতি খুঁজবে চীনা স্যাটেলাইট

মহাকাশযানের পরিত্যক্ত জাঙ্ক পরিষ্কারের পদ্ধতি খুঁজবে চীনা স্যাটেলাইট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ অক্টোবর, ২০২১

 

মহাকাশে মহাকাশযানগুলি যে পরিতক্ত্য স্যাটেলাইট ও নভোযান বা জাঙ্কগুলো ফেলে আসে সেগুলো গ্যালাক্সির দূষণের কারণ। মহাশুন্যে ঐ অপ্রয়োজনীয় জাঙ্কগুলির জন্যে পরবর্তী মহাকাশযান প্রকল্পের জন্যে সমস্যাজনক তো বটেই, সেইসাথে গ্যালাক্সির স্বাভাবিক অবস্থা বিঘ্নিত করে। এবার জাঙ্ক পরিষ্কারের পদ্ধতি পরীক্ষা করে দেখার জন্যে মহাকাশে সামরিক স্যাটেলাইট পাঠালো চীন। ‘স্পেস চায়না ডট কম’ গত রবিবার সিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যটেলাইট সহ মহাকাশযানটি প্রেরণ করেছে। স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে- শিজিয়ান-২১। চীনের সরকারী প্রতিষ্ঠান ‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি করপোরেশন’ মকাকাশযান ও স্যাটেলাইটটি নির্মাণ করেছে। প্রসঙ্গত এটি চীনের গোপন অভিযান। চীনের সরকারী সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ইতিমধ্যেই সফল অভিযান হিসেবে উল্লেখ হয়েছে অভিযানটি। চায়না সেন্ট্রাল টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, মহাকাশে রয়ে যাওয়া পরিতক্ত্য কৃত্তিম বস্তুগুলো নতুন অভিযান পরিচালনায় বাধা তৈরি করে। শিজিয়ান-২১ সে আবর্জনা মুক্ত করার প্রযুক্তি পরীক্ষা করে দেখবে। জানা গেছে ইতিমধ্যেই স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =