মহাকাশে উজ্জ্বল দশ নম্বর সংখ্যা!

মহাকাশে উজ্জ্বল দশ নম্বর সংখ্যা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ মে, ২০২২

হাবল টেলিস্কোপের দক্ষতায় এবার মহাকাশে উজ্জ্বল হয়ে উঠল ১০ নম্বর সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় নাসার প্রকাশিত ছবিটি দেখে মনে হবে মহাকাশে উজ্জ্বল আলোকময় বস্তুর সহায়তায় সংখ্যাটির সৃষ্টি হয়েছে। আসলে এর সৃষ্টি হয়েছে দু’টি ছায়াপথের সৌজন্যে। ছায়াপথের নাম এআরপি-১৪৭। মহাকর্ষীয় বলের সহায়তায় একে ওপরকে টেনে রেখেছে। আর তাদের অবস্থানেই তৈরি হয়েছে ১০ সংখ্যাটা। দুই ছায়াপথের এই সমণ্বয় পৃথিবী ঠেকে ৪৪০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। সেটাস নক্ষত্রপুঞ্জে রয়েছে এই দুই ছায়াপথ। হাবল টেলিস্কোপ এই অসাধারণ ছবিটি তুলেছে তার অত্যাধুনিক শক্তিশালী প্রাইম ওয়ার্কিং ক্যামেরার সহায়তায়। নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে পাঠানো হাবল টেলিস্কোপ ১৯৯০-এ প্রথম মহাকাশে পা রাখার পর থেকে গত ৩২ বছরে ১.৩ মিলিয়নেরও বেশি আশ্চর্যময় বস্তু দেখেছে।