বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ আগষ্ট, ২০২১
ভরশূন্য অবস্থায় নানা ধরনের উদ্ভিদ, পিঁপড়ে আর লবণাক্ত জলের চিংড়ি মাছ কেমন থাকে তা পরীক্ষা করে দেখার জন্য পাঠানো হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। স্পেস-এক্স এর মহাকাশ যানে চেপে রবিবার মহাকাশে গেল চিংড়িরা। নাসা সূত্রে বলা হয়েছে, পিঁপড়ে, চিংড়ির সঙ্গে মহাকাশ স্টেশনে গিয়েছে আইসক্রিম, লেবু ও।
সমুদ্রপৃষ্ঠের ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওই সব জিনিসপত্র পৌঁছে গেলে শুরু হবে বিভিন্ন ধরনের পরীক্ষা। সোমবার সে সব পৌঁছে যাওয়ার কথা। তবে, আইসক্রিম, ফল আর নানা ধরনের খাবার পাঠানো হয়েছে মহাকাশ স্টেশনের মহাকাশচারীদের জন্য। পরীক্ষার জন্য স্পেস স্টেশনে গেল একটি রোবটাও। মানুষের হাতের মতো আকৃতির রোবটটির নানা পরীক্ষা-নিরীক্ষা হবে অন্তরীক্ষে।