মহাকাশে ছয় মাস মাস থাকবেন আরবের মহাকাশচারী

মহাকাশে ছয় মাস মাস থাকবেন আরবের মহাকাশচারী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মে, ২০২২

গত বছরের ফেব্রুয়ারিতেই মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠিয়ে ইতিহাস রচনা করেছিল সংযুক্ত আরব আমিরশাহী। আবার নয়া কীর্তি গড়তে চলেছে দুবাই। দীর্ঘ ৬ মাসের জন্য আরবের এক মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই নাসার সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর।
এর আগেও মহাকাশে মানুষ পাঠিয়েছিল আরব। ২০১৯-এ হাজ্জা আল মনসৌরি নামের এক মহাকাশচারী আট দিন কাটিয়ে এসেছিলেন অন্তরীক্ষে। কিন্তু এত দীর্ঘ সময়ের জন্য কোনও মহাকাশচারীকে পাঠাতে পারলে মহাকাশে নিজেদের কাজে আরও প্রতিষ্ঠা বাড়বে সংযুক্ত আরব আমিরশাহীর।
এই কৃতিত্ব গড়তে পারলে আমেরিকা, রাশিয়া, চিন, ভারত ও অন্য দেশগুলির পরে একাদশ দেশ হিসেবে নজির গড়বে তারা। সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রসিদ আল মাকটোরাম এই ঘোষণা করেছেন টুইটারে। তিনি লিখেছেন, “মহাকাশের ইতিহাসে ১১তম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী দীর্ঘ সময়ের জন্য কোনও নভোশ্চরকে অন্তরীক্ষে পাঠাতে চলেছে। দেশের তরুণদের জন্য গর্বিত।”