মহাকাশে জার্মানির সঙ্গে যৌথ গবেষণা বন্ধ রাশিয়ার

মহাকাশে জার্মানির সঙ্গে যৌথ গবেষণা বন্ধ রাশিয়ার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মার্চ, ২০২২

রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের আঁচ পৌঁছে গেল ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার ওপরেও। পৃথিবীর কক্ষপথেও। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও। সরাসরি এই প্রথম। যার বড় খেসারত দিতে হল মহাকাশ বিজ্ঞানকে। মহাকাশ স্টেশনে আমেরিকা ছাড়াও একটি মডিউল রয়েছে রাশিয়ার জন্য। সেই মডিউলের গবেষণাগারে মহাকাশের ভরশূন্য অবস্থায় জার্মানির বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে বেশ কিছুদিন ধরেই গবেষণা চালাছিলেন রুশ বিজ্ঞানীরা। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকমোস বৃহস্পতিবার টুইট করে জানিয়ে দিয়েছে, যৌথ গবেষণায় পূর্ণচ্ছেদ টানা হয়েছে। এরকম ইঙ্গিতও দেওয়া হয়েছে যে, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গেও মহাকাশে গবেষণা বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকী, আমেরিকার সঙ্গেও যৌথভাবে গবেষণা বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। রসকমোস টুইট করে আরও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের জেরে আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের অন্যান্য দেশগুলো যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ওপর তারই পরিপ্রেক্ষিতে রাশিয়ার এই সিদ্ধান্ত। আরও জানানো হয়েছে, রাশিয়া এবার থেকে এককভাবে মহকাশে গবেষণা চালানোর ওপর গুরুত্ব আরোপ করবে। তৈরি করা হবে আরও উন্নততর উপগ্রহ। যা আসলে গোয়েন্দা উপগ্রহের কাজ করবে বলে মহাকাশ বিশেষজ্ঞদের ধারণা।