মহাকাশে দুর্ঘটনা! কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়। একেবারে বাস্তব ঘটনা। শুক্রবার রাতের। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের গায়ে সজোরে ধাক্কা মারে একটি রুশ মহাকাশযান। তার ফলে ৪৫ ডিগ্রি কোণে সরে যায় মহাকাশ স্টেশন। রাশিয়ার যে মহাকাশযানটি মহাকাশ স্টেশনে ধাক্কা মারে তাতে ছিলেন মহাকাশে প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শুটিং করতে যাওয়া রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিতস্কি। কপাল জোড়ে বেঁচে গিয়েছেন সকলেই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কন্ট্রোল রুম জানিয়েছে, চলচ্চিত্রের শুটিং হয়ে যাওয়ার পর অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে নিয়ে মহাকাশ স্টেশন ছেড়ে ওই সময় পৃথিবীর উদ্দেশে রওনা দিতে তৈরি হচ্ছিল রুশ মহাকাশযান সয়ুজ এমএস-১৮। রবিবার সকালেই পৃথিবীতে ফিরে আসার কথা ওই রুশ মহাকাশযানের। রুশ মহাকাশযানটি নামানো হয়েছিল মহাকাশ স্টেশনে। পৃথিবীতে ফিরে আসছিল জন্য তখন প্রস্তুতি নিচ্ছিল ওই মহাকাশ তখনই প্রযুক্তিগত বিভ্রাট ঘটে। তার ফলেই দুর্ঘটনা।