মহারাষ্ট্রে ফের নরখাদক!

মহারাষ্ট্রে ফের নরখাদক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৩০ জুন, ২০২২

ফের বাঘের হানায় গ্রামবাসীর মৃত্যু ঘটল মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার চন্দ্রপুর জেলার ব্রহ্মপুরী-নাগভীড় অঞ্চলের জঙ্গল ঘেরা রাস্তার উপর এক গ্রামবাসীর বাঘের হামলায় মৃত্যু হয়েছে। নিহত গ্রামবাসীর দেহাংশ পরে উদ্ধার করেন বনকর্মীরা। গত এক মাসে এই নিয়ে তৃতীয় বার ওই এলাকায় বাঘের হামলায় মৃত্যুর ঘটনা ঘটল। এই পরিস্থিতিতে সাড়ে তিন বছর পরে ফের মানুষখেকো বাঘের আতঙ্ক ফিরছে বিদর্ভের বিস্তীর্ণ এলাকায়। সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেওয়ায় ‘মানুষখেকো’ ঘোষিত বাঘিনি অবনীকে (সাঙ্কেতিক নাম টি-১) ২০১৮ সালের নভেম্বরে গুলি করে মেরে ফেলা হয়েছিল।