মাঙ্কি পক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা হু-র

মাঙ্কি পক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা হু-র

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৩ জুলাই, ২০২২

গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে মাঙ্কি পক্স সংক্রমণ। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা হল। বৃহস্পতিবারই মাঙ্কি পক্স বিশেষজ্ঞেরা একটি বৈঠকে বসেন। এই সংক্রমণ নিয়ে বিশ্বে জরুরি অবস্থা জারি করার সময় এসেছে কি না, তা নিয়ে আলোচনা করেন। আলোচনার পরেই হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসকে জরুরি অবস্থা নিয়ে পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। তার পরেই শনিবার এই সিদ্ধান্ত।
এর আগে কোভিড-১৯ সংক্রমণ, ২০১৬ সালে দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাস সংক্রমণ, ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণের সময়েও একই সিদ্ধান্ত নিয়েছিল হু। প্রসঙ্গত, শনিবার কানাডার পাবলিকh হেলথ এজেন্সি জানিয়েছে, সে দেশে এখনও পর্যন্ত ৬৮১ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন।