মাছের পাখনায় ম্যাজিক

মাছের পাখনায় ম্যাজিক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ আগষ্ট, ২০২১

মাছ খুব দ্রুত গতিতে জলের ওপর নিচে ওঠানামা করতে পারে প্রায় বৃত্তাকারে। মাছের পাখনাতেই লুকিয়ে আছে এর গোপন রহস্য। কিভাবে মাছের পাখনা এত শক্তিশালী অথচ নমনীয় হয়? ইউনিভার্সিটি অফ কলোরাডো’-র নতুন গবেষণাই বোঝাচ্ছে সেকথা।
গবেষক ফ্রাঙ্কোসিস ব্রেথলেট লক্ষ্য করেছেন মাছের পাখনায় কোনো পেশি নেই। পেশিটি থাকে পাখনার গোড়ায়। প্রতিটি পাখনা ২০ -৩০টি কাঁটা দিয়ে গঠিত। কাঁটাগুলি অনেক অংশে বিভক্ত। মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায় প্রতিটি কাঁটার দ্বিস্তরীয় গঠন আছে, অনেকটা রোল করা স্পঞ্জি কেকের মতো। কাঁটার একেবারে ভেতরের স্তরের স্পঞ্জি কলেজেনকে আবৃত করে রাখে হেমাট্রিচেস নামক একটি ধাতব পদার্থ। কিন্তু হেমাট্রিচেসের অংশগুলি সলিড নয়। হেমাট্রিচেসও কতগুলি অংশে বিভক্ত। রোল করা স্পঞ্জি কেক টুকরো টুকরো করলে যেমন হয় তেমনি।
তাই মাছ পাখনার কাঁটাগুলি আমাদের আঙুলের মতো প্র‍য়োজন অনুসারে দুমড়ে জলের চাপ থেকে নিজেকে রক্ষা করে।
গবেষকেরা মনে করছেন, এই নতুন অনুসন্ধান যান্ত্রিক অস্ত্রোপচারের সরঞ্জামের ডিজাইন তৈরিতে বা বিমানের পাখা উন্নত করতে সহায়ক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =