মাছের পেটে প্লাস্টিক

মাছের পেটে প্লাস্টিক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ আগষ্ট, ২০২১

বাংলাদেশে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে পুকুর, খাল, বিল, নদীর শতকরা ৭৩ ভাগ মাছে রয়েছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে উঠতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ দেশি মাছের উপরে এই গবেষণাটি চালিয়েছে।
বাজারে পাওয়া যায় এমন দেশি মাছের ওপর গবেষণা করে জানা যায় যে ১৫ প্রজাতির মাছে প্লাস্টিকের এই ক্ষুদ্র কণার উপস্থিতি রয়েছে। যেসব প্লাস্টিক পলিমার পাওয়া গেছে তার মধ্যে রয়েছে হাই ডেনসিটি পলিথিলিন, পলিপ্রোপাইলিন-পলিথিলিন কপোলাইমার এবং ইথিলিন ভিনাইল এসিটেট। যেগুলি মানবদেহে ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে বলে গবেষকেরা মনে করছেন।
এই গবেষণা পত্রটি সম্প্রতি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক জর্নাল সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্টে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =