মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ, প্রকৃতি মায়েরই মত

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ, প্রকৃতি মায়েরই মত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মে, ২০২২

মাদ্রাজ হাইকোর্টে মামলাটি উঠেছিল। প্রাক্তন এক তহসিলদার পর্যায়ের কর্মচারীর বিরুদ্ধে ‘ফরেস্ট পোরামবোক’ সরকারি জমি দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলায় বিচারপতি এস শ্রীমতীর ঐতিহাসিক নির্দেশ, প্রকৃতিও মায়ের মত। সন্তানদের যমন তাদের মায়েদের প্রতি কর্তব্য করতে হয় ঠিক সেরকম, প্রকৃতির প্রতিও মানুষকে সন্তানের মতই কর্তব্য করতে হবে। প্রকৃতির সুরক্ষার স্বার্থে। উত্তরাখণ্ড হাইকোর্টের এক সাম্প্রতিক রায়ের উল্লেখ করে শ্রীমতী বলেছেন, উত্তরাখণ্ড হাইকোর্ট যেভাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী নদী সহ সব হিমবাহকে মায়ের জ্ঞানে দেখা ও তাদের সুরক্ষার রায় দিয়েছিল ঠিক সেরকমভাবেই প্রকৃতিও মায়ের মত এবং তারও সমস্ত রকমের আইনগত অধিকার আছে মানুষের কাছ থেকে যত্ন ও প্রয়োজনীয় পরিচর্যা পাওয়ার বিষয়ে।