মানব জিনের সম্পূর্ণ বিন্যাস হল

মানব জিনের সম্পূর্ণ বিন্যাস হল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ এপ্রিল, ২০২২

কোনো বিশেষ প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে তার বিবর্তনের ইতিহাস— সবটাই ধরে রাখে জিন। পলিপেপটাইড গঠিত এই জৈব শৃঙ্খলকেই তাই ধরে নেওয়া হয় বংশগতির আণবিক একক হিসাবে। ফলে, মানব দেহকোশের রহস্য, বিভিন্ন রোগের চিকিৎসা, প্রতিরোধ এবং নিরাময়ের জন্য জিন বিশ্লেষণের পথে নেমেছিলেন বিজ্ঞানীরা। এবার চরমতম সাফল্য মিলল সেই গবেষণায়। প্রথমবারের জন্য মানব জিনের সম্পূর্ণ পাঠোদ্ধার করলেন গবেষকরা।
২০ বছর আগে প্রথম প্রকাশিত হয়েছিল মানব জিনের বিন্যাস। হিউম্যান জিনোম প্রোজেক্টের সৌজন্যে প্রকাশ্যে এসেছিল ৯২ শতাংশ মানব জিনের গঠন। বাকি ৮ শতাংশ জিন এতদিন অজানা ছিল মানুষের কাছে। আর তার সংখ্যাটাও নেহাত কম নয়। পরিসংখ্যান অনুযায়ী, সেই অজানা বেসের সংখ্যা প্রায় ২০ কোটি। সাম্প্রতিক আবিষ্কারের পর সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটিতে। সবমিলিয়ে ৩০০ কোটি জিনের অস্তিত্ব রয়েছে মানব দেহে। তার সাপেক্ষে ১ কোটি সংখ্যাটি নগণ্য বলাই চলে। সম্প্রতি এই গবেষণার কথা ঘোষণা করেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হাওয়ার্ড হিউস মেডিক্যাল ইনস্টিটিউটের প্রধান ইভান ইচলার।