মানুষের অত্যাচারে মারা গেল এক ডলফিন

মানুষের অত্যাচারে মারা গেল এক ডলফিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ এপ্রিল, ২০২২

মার্কিন মুলুকে টেক্সাসের সমুদ্রতীরে অসহায়ের মতো মৃত্যুবরণ করতে হল একটি ডলফিনকে। তার ‘অপরাধ’ ভাসতে ভাসতে সৈকতে উঠে আসা। আর তার ফেরা হল না জলে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হতভাগ্য ডলফিনটির পরিণতি দেখে প্রবল ক্ষুব্ধ নেটিজেনরা।
‘টেক্সাস মেরিন ম্যামাল স্ট্র্যান্ডিং নেটওয়ার্ক’ ফেসবুকে পোস্ট করেছে ডলফিনটির নির্মম পরিণতির কথা। জানা গিয়েছে, সন্ধ্যায় টেক্সাসের সৈকতে ভেসে এসেছিল ডলফিনটির দেহ। কিন্তু তখনও সেটি বেঁচে ছিল। এই পরিস্থিতিতে প্রয়োজন ছিল শুশ্রুষার। কিন্তু উদ্ধারকারীদের খবর না দিয়ে ডলফিনটির ওপর অত্যাচার করার ফলেই প্রাণ হারাতে হল অসহায় প্রাণীটিকে।
জানা যাচ্ছে, সৈকতে ভিড় করে থাকা সাধারণ মানুষ প্রাণীটির পিঠে চাপার চেষ্টা করছিল। নানা ভাবে উত্যক্ত করছিল ডলফিনটিকে। খানিক পরেই দেখা যায় ডলফিনটির নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে সৈকতে। তখনও উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসে পৌঁছতেই পারেননি।