মানুষের অপ্রয়োজনীয় উদ্ভিদও বিলুপ্তির পথে!

মানুষের অপ্রয়োজনীয় উদ্ভিদও বিলুপ্তির পথে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ মার্চ, ২০২২

একসময়ের অভিজাতদের নেশা ছিল প্রাণী শিকার। তার জেরে ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে ডোডো, তাসমানিয়ান বাঘ, স্টেলার সি-কাউয়ের মত প্রাণীদের একাধিক প্রজাতি। বর্তমানে নেশা অভিজাতদের হাত থেকে এখন চলে গিয়েছে ব্যবসায়ীদের হাতে। বিশেষত কাঠের ব্যবসায়ীদের হতে। তাই ব্যবসার প্রয়োজনে এখন বিশ্বজুড়ে ধ্বংস করা হচ্ছে উদ্ভিদ প্রজাতিকে। ধ্বংস মানে শুধু মানুষের প্রয়োজনীয় উদ্ভিদ প্রজাতি নয়। সাম্প্রতিক এক গবেষণা জানাছে মানুষের অপ্রয়োজনীয় উদ্ভিদ প্রজাতিই বেশি পরিমাণে ধ্বংস হচ্ছে। স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির অধ্যাপকদের করা গবেষণা জানিয়েছে বিশ্বজুড়ে ৮৬ হাজার উদ্ভিদ প্রজাতিকে নিয়ে একটি মূল্যায়ন করেছিলেন। তারা দেখেছিলেন এর মধ্যে সাড়ে ৬ হাজারের কিছু বেশি উদ্ভিদ মানুষের প্রয়োজনে লাগে। বাকি প্রায় ৮০ হাজার উদ্ভিদ মানুষের অপ্রয়োজনীয়। লুসার প্ল্যান্ট শ্রেণীভূক্ত এই উদ্ভিদ প্রজাতিই বহুবছর ধরে মানুষের আগ্রাসনে। ম্যাগনেলিয়া, রেড উডস, জুনিপার-সহ প্রায় ২৬ হাজার প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির পথে! গবেষকদের আশঙ্কা চলতি শতকের মধ্যে ২০ হাজারের বেশি তালিকাভূক্ত উদ্ভিদ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং তার প্রভাব সমগ্র জীববৈচিত্র্যের ওপর পড়বে।