উদ্ভিদ- বর্জ্য দিয়ে তৈরি হবে সোলার প্যানেল

উদ্ভিদ- বর্জ্য দিয়ে তৈরি হবে সোলার প্যানেল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ মার্চ, ২০২২

শাক, সবজির খোসা বা ফসলের অবশিষ্টাংশ বায়ো-ডিগ্রেডেবল হলেও তা কম দূষণ ছড়ায় না। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে প্রত্যেক শীতে উত্তর ভারত জুড়ে কী পরিমাণ দূষণের সৃষ্টি হয় তা সকলেরই জানা। এবার সেই উদ্ভিদ বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিশা দেখালেন ফিলিপিন্সের এক উদ্ভাবক। তার নাম কার্ভি অ্যারেন ম্যাগি। ২৯ বছর বয়সী এই গবেষক ফসলের অবশিষ্টাংশকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একটি সৌরপ্যানেল। ম্যাগি জানিয়েছেন এই সোলার প্যানেল ফাইবারেরই তৈরি। যা শাকসবজির অবশিষ্টাংশ থেকে তৈরি রেজিনের সহায়তায় বানিয়েছেন ম্যাগি। তার দাবি, মেঘলা দিনে বা সুর্যের আলোর অনুপস্থিতিতেও এই অর্ধস্বছ সৌরপ্যানেল বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। গবেষকের মতে ফসলের বাইরের কোষে থাকে একধরণের রাসয়নিক পদার্থ। যা সুর্যের আলোর অভাবেও সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালিয়ে যায়। উদ্ভিদ বর্জ্য থেকে এই রাসয়নিক পদার্থগুলোকে আলাদা করে কার্ভি তৈরি করেছেন রেজিনের উইন্ডো প্লেট। এই সোলার প্যানেল বাড়ির জানলাতেও লাগানো যাবে অনায়াসে। এই সোলার প্যানেলের সহায়তায় জ্বালানো যাবে ঘরের আলো, ছোট কোনও বৈদ্যুতিন যন্ত্র। অভিনব এই সৌরপ্যানেল দ্বীকৃতি পেয়েছে একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠনের কাছ থেকে। এখন কার্ভি চেষ্টা করছেন সৌরপ্যানেলের ক্ষমতা বৃদ্ধির।