মানুষের বসতির কাছে কাষ্ঠল অরণ্যে বন্যপ্রাণীদের যাতায়াত বাড়ছে

মানুষের বসতির কাছে কাষ্ঠল অরণ্যে বন্যপ্রাণীদের যাতায়াত বাড়ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ আগষ্ট, ২০২৪

গাছ কাটা, জলবায়ু পরিবর্তনের জন্য অরণ্য কমছে, বন্যপ্রাণীদের আবাসস্থলের ক্ষতি হচ্ছে। ঘন ক্রান্তীয় সবুজ অরণ্য পুনরুদ্ধার করা বেশ কঠিন কাজ। জলবায়ু পরিবর্তন ও অরণ্য নিধন রুখতে কাষ্ঠল গাছের চাষ এক ধরনের কৌশল হিসেবে নেওয়া যেতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। ক্ষয়প্রাপ্ত ভূমিতে এই ধরনের গাছ লাগিয়ে, মাটি, গাছ, বন্যপ্রাণী পুনরুদ্ধার করা যায়। স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (এসটিআরআই), ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিমেল বিহেভিয়ার (এমপিআই-এবি), ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-ডেভিসের গবেষকরা সেন্ট্রাল পানামার ২০০ হেক্টর কাষ্ঠল বাগান, যেখানে যথেষ্ট পরিমাণে মানুষের আনাগোনা রয়েছে, তা জরিপ করেছেন। আমেরিকার পানামার এই অংশে তারা দেখতে চেয়েছেন, স্থানীয় গাছ না হলেও তা কতটা স্থানীয় বন্যপ্রাণীকে বাঁচার জন্য সাহায্য করে। তাদের গবেষণাপত্র বায়োট্রপিকা জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকরা এই কাষ্ঠল জঙ্গলে এমন ক্যামেরা ফাঁদ পেতেছিলেন, যে ক্যামেরা চলাফেরাও ট্র্যাক করতে পারে। এই স্থানে গাছের ধরন, মানুষের বসতি, কৃষিক্ষেত্র এবং রাস্তার নেটওয়ার্কের বৈচিত্র্য দেখা যায়। সংরক্ষিত এলাকার বাইরে বন্যপ্রাণীদের আচরণ, চলাফেরা দেখতে এই অঞ্চল বাছা হয়েছিল। আর এই অঞ্চলের ৭৯ টা স্থানে এক বছরে ৩১৬৫ টা চিত্র ক্যামেরাবন্দি হয়েছে।

চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ছোটো বা মাঝারি আকারের ১৬ টা স্থলজ স্তন্যপায়ী প্রজাতি, যাদের বেশিরভাগই নিশাচর, এই কাষ্ঠল অরণ্যে ঘোরাফেরা করেছে। এই প্রজাতির মধ্যে তিনটে প্রাণী গ্রেটার গ্রিসন, জাগুয়ারুন্ডি এবং নেকেড টেলড আরমাডিলো, খুবই অধরা প্রকৃতির, প্রাকৃতিক বনেও এদের দেখা মেলা বিরল। তবে বিপন্ন প্রজাতির কোনো বড়ো স্তন্যপায়ী প্রাণী শনাক্ত করা যায়নি। এই স্থান ছোটো স্তন্যপায়ী প্রাণীদের আবাসস্থল বা যাতায়াতের করিডোর হিসেবে বেশ সম্ভাবনাময় বলে গবেষকরা মনে করছেন। তবে এই স্থানে মানুষের প্রচুর যাতায়াত ও নানা ধরনের কাজের জন্য বড়ো স্তন্যপায়ী প্রাণীরা আস্তানা নেবে না বলে গবেষকদের ধারণা। তারা দেখেছেন, কী ধরনের গাছ রয়েছে তার ওপরেও প্রাণীদের আসা যাওয়া নির্ভর করছে। এই অঞ্চলের ৬৫% স্থানে শুধুমাত্র সেগুন চাষ হয়, আর দেখা গাছে সেগুন গাছের অরণ্যে বন্য প্রাণী সবচেয়ে কম আসে।