মুখ ঢেকে যায়…?

মুখ ঢেকে যায়…?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ ডিসেম্বর, ২০২২

মুখ কি শুধুই বিজ্ঞাপনে ঢাকে? যদি অন্যকিছু হয়? ডেমোডেক্স একজাতের আটপেয়ে মাইট (খুবই ছোট পোকা)। এরা স্তন্যপায়ী প্রাণীদের চুলের গোড়ায় বা মেদে বা তৈলগ্রন্থিতে বাস করে। মানুষের দেহে উপস্থিত দুটো প্রজাতি – ডেমোডেক্স ফলিকিউলোরাম আর ডেমোডেক্স ব্রেভিস।
ফলিকিউলোরামের উপস্থিতি মানুষের চুলে আর ভ্রূতে। ব্রেভিস প্রজাতিটা আবার মুখের তৈলগ্রন্থিতে থাকে। কিন্তু মানুষের সাথে বসবাস করা এই ক্ষুদ্র প্রাণীরা কিন্তু অবলা নয়। রীতিমতো ক্ষতিকারক হতে পারে।
নতুন গবেষণায় তেমনই কিছু স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরেছেন বিজ্ঞানীরা –
গায়ের চামড়ায় নানা রকমের ফুসকুড়ি আর জ্বালাভাব
মুখের চামড়ায় ব্রণ
ব্লেফ্রাইটিস বা চোখের পাতায় প্রদাহ
মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশান – চোখের পাতায় থাকা তৈলগ্রন্থিগুলো বন্ধ হয়ে যাওয়া, যেটা শেষমেশ সিস্টে পরিণত হতে পারে
চোখের কর্নিয়ায় জ্বালা করা
চোখে শুকনো ভাব
এইসব সমস্যা আটকাতে কামান দাগার দরকার নেই। মাইটের সংখ্যা কমানোর জন্য মুখ ধোয়া বা ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করলেই হবে। কিন্তু এই আটপেয়ে অণুজীবের হাত থেকে সম্পূর্ণ নিস্তার পাওয়া সম্ভব নয়।
ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সাম্মানিক অধ্যাপক মার্ক স্যান্ডম্যান এই গবেষণাপত্র প্রকাশ করেছেন।