মুছে যাওয়া বছরের সংখ্যা বেড়েছে মাদকের অপব্যবহারে, অতিমারির অন্য আখ্যান

মুছে যাওয়া বছরের সংখ্যা বেড়েছে মাদকের অপব্যবহারে, অতিমারির অন্য আখ্যান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ সেপ্টেম্বর, ২০২২

ইয়ার্স অফ লাইফ লস্ট – প্রত্যাশিত আয়ু থেকে বাদ দিতে হয় মৃত্যুকালে বয়েস। বোঝা যায় কত বছর নষ্ট হল জীবনে? মার্কিন মুলুকে কোভিডের ধাক্কায় ১১৩ শতাংশ বেড়ে গেছে এই সূচকের মান। মূলত কিশোর কিশোরী আর যুব সম্প্রদায়কে ধরে এই হিসেবই দিলেন ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা।

ওহিওর এই প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের একটা শাখা ওয়েক্সনার মেডিক্যাল সেন্টার অ্যান্ড কলেজ অফ মেডিসিন। ঐ প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছিলেন ফেন্টানিলের মাত্রাছাড়া ব্যবহার নিয়ে। ২০১৯ সালে করোনা অতিমারির আগে আমেরিকায় গড় প্রত্যাশিত আয়ু ছিল ৭৮.৮ বছর। কিন্তু ২০২০ তে তা একধাক্কায় অনেকটাই নীচে নেমে গেছে। সৌজন্যে মাদকের অতিসেবন।

ইয়ার্স অফ লাইফ লস্ট সূচকের মান উনিশ সালে ৩৫,৫৭৯ থেকে বেড়ে ২০২০ সালে ঠেকেছে ৮৪,১৭৯ তে। অর্থাৎ বছর নষ্ট হওয়ার খতিয়ান দ্বিগুণেরও বেশি। ক্যান্সারকেও পিছনে ফেলে দিয়েছে মাদকের অপব্যবহার। ওহিও স্টেট ইউনিভার্সিটির ডক্টর সারা পেরু হার্মান্স জানাচ্ছেন হতাশ করা এই তথ্য।