মুম্বইয়ের সমুদ্রের খাড়িতে এবছর রেকর্ডসংখ্যক ফ্লেমিঙ্গো

মুম্বইয়ের সমুদ্রের খাড়িতে এবছর রেকর্ডসংখ্যক ফ্লেমিঙ্গো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ মে, ২০২২

এবছর মুম্বইয়ের থানে ক্রিক (সমুদ্রের খাঁড়ি) পাখির সংখ্যার রেকর্ড গড়েছে। সমুদ্রের ধারে এবছর সবচেয়ে বেশি পরিমাণ ফ্লেমিঙ্গো দেখা গেছে। পরিসংখ্যান বলছে, থানে ক্রিকে ফ্লেমিঙ্গো অভয়ারণ্য এবং তৎসংলগ্ন এলাকায় এবছর মে মাস পর্যন্ত দেড় লক্ষের বেশি পাখি দেখা গেছে। যা রীতিমতো রেকর্ড। এই অঞ্চলে এর আগে এত পরিমাণ পরিযায়ী পাখি আর কখনও দেখা যায়নি। গত বছরও এই সময়ে থানে ক্রিকে ফ্লেমিঙ্গোর সংখ্যা ছিল মাত্র কয়েকশো। শুধু গত বছর নয়, গত কয়েক বছরেই হাতে গোনা পাখি দেখা যাচ্ছিল মুম্বই লাগোয়া এই খাঁড়িতে। সারা পৃথিবীতে মোট ৬ রকমের ফ্লেমিঙ্গো হয়। তার মধ্যে দু’ধরনের পাখি দেখা যায় ভারতের এই পশ্চিম উপকূলে। গ্রেটার ফ্লেমিঙ্গো এবং লেসার ফ্লেমিঙ্গো। লম্বা পা’ওয়ালা সাদা পাখি ফ্লেমিঙ্গো, এদের গায়ে গোলাপি আভা রয়েছে। সমুদ্র ঘেঁষা এলাকায় এই পাখিদের দেখা যায়। কিছুদিন আগে বম্বে ন্যাশানাল হিস্ট্রি সোস্যাইটির তরফ থেকে টুইট করা হয়েছিল মুম্বইয়ের এই অপরূপ গোলাপি সৌন্দর্য। বলা হয়েছিল থানে ক্রিক এলাকায় লেসার ফ্লেমিঙ্গোর সংখ্যা ৭৫ হাজারের বেশি। আর গ্রেটার ফ্লেমিঙ্গো রয়েছে প্রায় ৫০ হাজার।