মৃত্যু সামনে! তাও কাজ করছে ইনসাইট ল্যান্ডার

মৃত্যু সামনে! তাও কাজ করছে ইনসাইট ল্যান্ডার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌। ২৭ জুন
Posted on ২৭ জুন, ২০২২

মঙ্গলে নাসার যে উপগ্রহ গত চার বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, প্রথম উপগ্রহ হিসেবে মঙ্গলে ভূমিকম্প দেখেছে এবং তার ছবি তুলেছে, অন্যান্য তথ্য ও ছবি সংগ্রহ করে নাসায় পাঠাচ্ছে সেই ইনসাইট মার্স ল্যান্ডারের আয়ু এবার শেষ হওয়ার পথে। নাসাকে পাঠানো মঙ্গল গ্রহের সঙ্গে তোলা সেলফিই ইনসাইট ল্যান্ডারের শেষ ছবি। প্রত্যেকদিন তার শক্তি কমে যাচ্ছে। বিজ্ঞানীরাও বুঝতে পারছেন ইনসাইট ল্যান্ডারের আয়ু বড়জোর আর মাস তিনেক। সেই কারণে গত মাসে মঙ্গলের সঙ্গে তোলা সেলফি-র পর ইনসাইট ল্যান্ডারের সিসমোমিটার-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজ্ঞানীরা। তাতে ইনসাইট ল্যান্ডারের শক্তি, সৌর-প্যানেলগুলোর কাজ করার ক্ষমতা কিছুটা হলেও ফিরতে পারে। ল্যান্ডার মঙ্গলে এবছরের ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারে। কিন্তু সিদ্ধান্ত বদলে ল্যান্ডারের যন্ত্রপাতি আবার চালু করা হচ্ছে জুলাইয়ে। নাসা জানিয়েছে তাতে ল্যান্ডার সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে হয়ত সেপ্টেম্বরেই। কিন্তু তার আগে পর্যন্ত মঙ্গলে তার অভিযান ও কাজ চালিয়ে যাবে। গত চার বছরে ইনসাইট ল্যান্ডার মঙ্গলে ১৩ হাজারেরও বেশি ভূমিকম্প পর্যবেক্ষণ করেছে, সংগ্রহ করেছে মঙ্গলের ত্বক, জেনেছে মাটির ভেতরের উপদানগুলো সম্পর্কে, এমনকী, মঙ্গলের আবহাওয়ার চরিত্রও বিশ্লেষণ করেছে এই উপগ্রহ।