মৃত মাকড়সাদের ‘রোবট’ বানিয়ে চমক গবেষকদের

মৃত মাকড়সাদের ‘রোবট’ বানিয়ে চমক গবেষকদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩১ জুলাই, ২০২২

মরে যাওয়া মাকড়সাদের কাজে লাগালেন রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের জীবনহীন রোবটে রূপান্তরিত করে আভিনব আবিষ্কার করলেন গবেষকরা। সেই মাকড়সা রোবটরা কোনও হালকা বস্তু গ্রিপ করে স্থানান্তরিত করতে পারছে! গবেষকদের মতে বিষয়টিকে বলা যায় ফিল্ড অফ নেক্রো-বায়োটিক্স। গবেষকদের একজন একটি মৃত মাকড়সাকে কুঁচকে থাকতে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। মাকড়সার পায়ের নড়াচড়া পর্যবেক্ষণ করে তাকে কীভাবে রোবটে রূপান্তরিত করা যায় সেই নিয়ে গবেষকদের কাজ শুরু হয়েছিল ২০১৯ থেকে। নিজের শরীরের ওজনের দেড়শো শতাংশের বেশি ওজন মাকড়সা রোবটরা তুলতে পারে। গবেষকরা ব্যাখ্যা করে জানিয়েছেন এই প্রযুক্তি অদূর ভবিষ্যতে কীভাবে কার্যকর হতে পারে। অনেক রকমের বাছাই করা কাজ মাকড়সা রোবটরা করতে পারে। ছোট স্কেলে বস্তুগুলোকে সরানোর কাজ, এমনকী মাইক্রো-ইলেক্ট্রনিক্সের অন্তর্ভূক্ত জিনিস সরানো বা ছোট পোকামাকড় ধরার কাজও এই রোবটদের দিয়ে করানো যেতে পারে। একইসঙ্গে গবেষকরা নেকড়ে মাকড়সার পাশাপাশি ছোট প্রজাতির মাকড়সাকে নিয়েও পরীক্ষা চালাচ্ছেন। কারণ ছোট প্রজাতির মাকড়সারা, গবেষকদের মতে নিজেদের শরীরের ওজনের তুলনায় আরও বেশি ওজন বইতে পারবে।