মৃদু, মাঝারি কোভিড রোগীরও মস্তিষ্কে ক্ষতি হয়

মৃদু, মাঝারি কোভিড রোগীরও মস্তিষ্কে ক্ষতি হয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মার্চ, ২০২২

মৃদু বা মাঝারি মানে কোভিডে আক্রান্ত হলেও রোগীর মস্তিষ্কের ক্ষতি হয় বলে জানিয়েছে এক সাম্প্রতিক গবেষণা। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচারে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে, মাঝারি মানে আক্রান্ত হলেও কোভিড রোগীদের মস্তিষ্কের গ্রে ম্যাটার অংশটি স্বাভাবিকের চেয়ে দ্রুত নষ্ট হতে থাকে। যার ফলে স্মরণশক্তি কমতে থাকে, ঘ্রাণশক্তি এবং স্বাদক্ষমতা নষ্ট হয়ে যায়। এই বিষয়ে অনেক মানুষের ওপর চালানো এই প্রথম কোনও গবেষণা এরকম উদ্বেগজনক খবর দিল। তবে পরিবর্তনগুলো স্থায়ী কি না বা পরিবর্তনগুলো কতদিন পর্যন্ত থাকবে সেই সম্পর্কে গবেষকরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। ব্রিটেনে ৫১ থেকে ৮১ বয়সী ৭৮৫ জনের মস্তিষ্কের এমআরআই স্ক্যান করিয়েছেন গবেষকরা এই ফলাফলে পৌঁছতে। কোভিদে আক্রান্ত হওয়ার আগে স্ক্যান করানো হয়েছে। আবার কোভিডে আক্রান্ত হওয়ার পরেও সেই একই রোগীদের মস্তিষ্কের স্ক্যান করানো হয়েছে। তাতে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন।