মেকেমেকে-তে মিথেন গ্যাস

মেকেমেকে-তে মিথেন গ্যাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ অক্টোবর, ২০২৫

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে দক্ষিণ-পশ্চিম গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী সৌরজগতের প্রান্তে অবস্থিত বামন গ্রহ ‘মেকেমেকে’-তে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছেন। ফলে, মেকেমেকে এখন প্লুটোর পর দ্বিতীয় ট্রান্স-নেপচুন বস্তু হিসাবে গণ্য হচ্ছে, যেখানে গ্যাস শনাক্ত হয়েছে। চিহ্নিত গ্যাসটি মিথেন।
গবেষক ড. সিলভিয়া প্রোটোপাপা জানান, “নেপচুনের বাইরের অন্যতম বৃহৎ ও উজ্জ্বল বরফাচ্ছন্ন জগৎ মেকেমেকে। যার পৃষ্ঠ মূলত জমাট মিথেনে আবৃত। এমনকি পৃষ্ঠের উপরে গ্যাসীয় অবস্থাতেও মিথেন বিদ্যমান। অর্থাৎ মেকেমেকে কেবলমাত্র সৌরজগতের এক নিষ্ক্রিয় অবশেষ নয়। আসলে এ একটি গতিশীল গ্রহ বস্তু যেখানে এখনও মিথেন বরফের ক্রিয়াশীল বিবর্তন ঘটছে।” সহ-গবেষক ড. ইয়ান ওয়াং (স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট) বলেন, “মেকেমেকের অস্বাভাবিক বর্ণালীগত ও তাপীয় বৈশিষ্ট্যগুলোকে একসঙ্গে বোঝার চেষ্টা আকর্ষক হলেও, আসল প্রক্রিয়াটি নির্ধারণ করা জরুরি। ভবিষ্যতে জেমস ওয়েবের উচ্চ-রেজোলিউশনের পর্যবেক্ষণ আমাদের জানাতে পারবে মিথেন কি পাতলা বায়ুমণ্ডলীয় স্তর থেকে আসছে, নাকি জেট-আকৃতির গ্যাস নির্গমনের মাধ্যমে।” প্যারিস অবজারভেটরির ড. ইমানুয়েল লেলুচ জানিয়েছেন, “আমাদের মডেলগুলো থেকে দেখা যায়, মেকেমেকের গ্যাসীয় স্তরের তাপমাত্রা প্রায় ৪০ কেলভিন (-২৩৩ ডিগ্রি সেলসিয়াস) এবং চাপ মাত্র ১০ পিকোবার – যা পৃথিবীর বায়ুচাপের তুলনায় ১০০ বিলিয়ন গুণ কম। প্লুটোর চেয়েও এক মিলিয়ন গুণ হালকা। তা যদি হয়, তবে মেকেমেকে সেই অল্প কয়েকটি বহির্বিশ্বীয় জগৎ-এর অন্তর্ভুক্ত হবে যেখানে আজও পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের মধ্যে সক্রিয় বিনিময় চলছে।” আরেকটি সম্ভাবনার কথা উল্লেখ করে প্রোটোপাপা বলেন, “ এই মিথেন হয়তো প্লুম বা গ্যাসীয় বিস্ফোরণের মাধ্যমে নির্গত হচ্ছে। আমাদের হিসাব অনুযায়ী, এ ক্ষেত্রে মেকেমেকে প্রতি সেকেন্ডে কয়েক শো কিলোগ্রাম মিথেন নির্গত করতে পারে। যা, শনির উপগ্রহ এনসেলাডাসের জলের প্লুমের সমতুল্য। ক্ষুদ্র গ্রহ সিরিসে দেখা বাষ্প নির্গমনের তুলনায় তা অনেক বেশি শক্তিশালী।” এই গবেষণা জেমস ওয়েবের পর্যবেক্ষণ ও জটিল বর্ণালীগত মডেলিংকে একত্রিত করেছে। যা ট্রান্স-নেপচুন অঞ্চলের বরফ-সমৃদ্ধ জগৎগুলির গতিশীল আচরণ বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

সূত্র: “Rotational Dynamics in Pulsational Pair-instability Supernovae: Implications for Mass Loss and Transient Events” by Trang N. Huynh, Emmanouil Chatzopoulos and Nageeb Zaman, 11 September 2025, The Astrophysical Journal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =