মেক্সিকোয় টানেল খোঁড়া বন্ধ করে দিল কোর্ট

মেক্সিকোয় টানেল খোঁড়া বন্ধ করে দিল কোর্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ এপ্রিল, ২০২২

মেক্সিকোয় ইউকাতান পেনিনসুলা দিয়ে ১৫০০ কিলোমিটার দীর্ঘ রেল যাত্রার জন্য মাটির নীচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হতে যাচ্ছিল। প্রকল্পটির নাম মায়া ট্রেন প্রকল্প। কিন্তু সেই পথে একাধিক গুহা রয়েছে। কোর্ট থেকে গুহা ভাঙার কাজ বন্ধ করে দিল মেক্সিকোর এক কোর্ট। পরিবেশবিদরা অনেকদিন থেকেই গুহা ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। সম্প্রতি কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুহাগুলোতে ড্রিল করলে সংশ্লিষ্ট জঙ্গল, বিশেষত ক্যানকান ও টুলুমের মধ্যে রেল লাইন বসানোর সময় দুই শহরের চারপাশের জঙ্গল নষ্ট হয়ে যাবে। তাতে পরিবেশ ও শহরের ইকো-সিস্টেম নষ্ট হয়ে যাবে। তাছাড়া গুহাগুলোয় স্থায়ী বাসিন্দা বাদুড়, ব্লাইন্ড কেভ ফিশ। জাগুয়াররাও সেখানে আসে জল খেতে। গুহাগুলোকে ভেঙে ফেললে প্রাণীরাও বিপন্ন হয়ে পড়বে। প্রকল্পটির জন্য সরকার অনুমোদন করেছিল ৯.৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে কোর্ট বন্ধ করে দিলেও সরকার এখনও তার জেদ ছাড়েনি। দেশের রাষ্ট্রপতি জানিয়েছেন ২০২৩-এর মধ্যে প্রকল্পটি শেষ করা হবে। তাতে গুহা ধ্বংস হলে হবে, প্রাণী ও জঙ্গল ধ্বংস হলেও আপত্তি নেই