মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির বাদুড়ের আবিষ্কার

মেঘালয়ের জঙ্গলে নতুন প্রজাতির বাদুড়ের আবিষ্কার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ জুন, ২০২২

মেঘালয়ের বন থেকে একটি নতুন প্রজাতির বাদুড় আবিষ্কার করলেন জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। জেডএসআই-এর বিজ্ঞানী ড. উত্তম সাইকিয়া এবং হাঙ্গেরিয়ান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ডা. গাবর সোর্বা এবং জেনেভার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ড. ম্যানুয়েল রুইডির সঙ্গে জেডএসআই-এর একজন বিজ্ঞানী লাইলাদের কাছে একটি বাঁশের বন থেকে এই নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন।
এর প্রাপ্তিস্থান রি-ভোই জেলা। যা মেঘালয়ের নংখাইলেম বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন। ডা. সাইকিয়া জানিয়েছেন, তিনি ২০২০ সালের গ্রীষ্মে এই অঞ্চল থেকে এই প্রজাতির দুটি নমুনা সংগ্রহ করেছিলেন। বিশদ বিশ্লেষণের জন্য গবেষকরা মেঘালয়ের নমুনাগুলিকে প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে রাখা এই বংশের অধীনে থাকা অন্যান্য সমস্ত প্রজাতির নমুনার একটি বড় সিরিজের সঙ্গে তুলনা করেছেন। তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ শেষে এই সিদ্ধান্তে পৌঁছন যে, মেঘালয়ের নমুনাগুলি প্রকৃতপক্ষে একটি স্বতন্ত্র প্রজাতির প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা যে রাজ্য থেকে এটি আবিষ্কার করেন তার সম্মানে এবং ২০২২ সালে মেঘালয় রাজ্যের ৫০ তম বার্ষিকী উদযাপনের জন্য এই প্রজাতিটির নামকরণ করেছেন গ্লিসক্রোপাস মেঘালয়নাস। সাধারণত মেঘালয়ে এটিকে মোটা-থাম্বড ব্যাট বলা হয়। গবেষকরা উল্লেখ করেছেন যে, এই ব্যাট বা বাদুড়টির বুড়ো আঙুল এবং পায়ের তলদেশে সাধারণ মাংসের প্যাড রয়েছে।