মোবাইল ফোন ব্যবহারে ব্রেন টিউমারের ঝুঁকি নেই – জানালো গবেষণা 

মোবাইল ফোন ব্যবহারে ব্রেন টিউমারের ঝুঁকি নেই – জানালো গবেষণা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মে, ২০২২
মোবাইল ফোন ব্যবহারে ব্রেন টিউমারের সম্ভাবনা থাকে না। সাফ জানিয়ে দিল গবেষণা।  সম্প্রতি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি সামনে আসার পরেই মোবাইল ফোন বা সেলুলার ফোন ব্যবহারে ব্রেন টিউমার হয় কি না- এ বিতর্ক মাথা চাড়া দেয়। কিন্তু ‘ইউকে মিলিয়ন উইমেন স্টাডি অন সেলুলার টেলিফোন’ -এর গবেষণা সম্প্রতি সামনে আসতেই দেখা যায় মোবাইল ফনের স্বাভাবিক বা সাধারণ ব্যবহারে ব্রেন টিউমারের কোনো ঝুঁকি নেই। ‘দ্যা ন্যাশানাল ইন্সটিটিউট অফ ক্যান্সার’ অনলাইনে প্রকাশিত হয়েছে এই গবেষণা। মোবাইল ফোনের সঙ্গে ব্রেন টিউমারের সম্পর্ক আছে কি না জানতে ১৯৩৫ থেকে ১৯৫০ সালে জন্মগ্রহণকারী ১৩ লক্ষ মহিলাকে ১৯৯৬-২০০১ সালের মধ্যে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। সেখানে ২০০১ সালে প্রথম সেলুলার ফোন ব্যবহার সংক্রান্ত প্রশ্ন মহিলাদের কাছে করা হয়। পরবর্তীকালে ২০১১ সালে ঐ একই প্রশ্ন আবার মহিলাদের করেন গবেষকরা। এই নির্দিষ্ট বছরগুলির মধ্যে ঐ মহিলাদের ডেটা কালেকশন জারি রাখে গবেষকরা। ন্যাশানাল হেলথ সার্ভিসের সাহায্যে ওই মহিলাদের মৃত্যু ক্যানসার বা ব্রেন টিউমারের কারণে হয়েছে কিনা জানার চেষ্টা করেন। এভাবেই হাতে আসে তথ্য। সিদ্ধান্তে আসেন গবেষকরা।