মোম-পোকারা প্লাস্টিক নষ্ট করতে ওস্তাদ, মৌচাককে ধন্যবাদ!

মোম-পোকারা প্লাস্টিক নষ্ট করতে ওস্তাদ, মৌচাককে ধন্যবাদ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৪ মার্চ, ২০২৩

সাধারণ প্লাস্টিককে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঘণ্টাদুয়েকের মধ্যে গলিয়ে দিতে পারে দুটো উৎসেচক। কোথায় পাওয়া যায় উৎসেচক দুটো? – মোমপোকার লালায়।
পলিইথিলিনই সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাস্টিক। কিন্তু খুব বেশি উষ্ণতা ছাড়া এই জেদি পদার্থকে বিয়োজিত করা সম্ভব নয়। ফেডেরিকা বার্তোচিনি আকস্মিকভাবেই আবিষ্কার করে ফেললেন, মোমপোকা এই প্লাস্টিক গলিয়ে দিতে পারে অনায়াসেই। শ্রীমতী বার্তোচিনি একজন অণুজীববিজ্ঞানী, আর শখে মৌমাছি প্রতিপালন করে থাকেন।
একদিন মৌচাক পরিষ্কার করে সমস্ত মোমপোকা তিনি একটা প্লাস্টিকের থলিতে রেখেছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে উনি দেখলেন, ব্যাগে অনেক ফুঁটো হয়ে গেছে। তারপর মাদ্রিদ শহরের সালাস সেন্টার ফর বায়োলজিক্যাল স্টাডিজে বার্তোচিনি আর তাঁর দল মোমপোকার লালা বিশ্লেষণ করে হরেক রকম উৎসেচক খুঁজে পান। গবেষণাপত্র প্রকাশিত হল নেচার কমিউনিকেশান নামক পত্রিকায়।
অনেক উৎসেচকের মধ্যে দুটো বেশি গুরুত্ব রাখে। পলিইথিলিনকে জারিত করে নষ্ট করার ক্ষমতা রাখে ঐ দুই উৎসেচক। প্রাচীন গ্রিস আর রোমের কৃষিকাজের দেবী দিমেত্রা আর সিরিশের নামে নামকরণ করা হল মোমপোকার লালা থেকে মেলা দুটো উৎসেচকের।